ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে অবস্থিত বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের সাথে নতুন এ ভবনটিও উদ্বোধন করেন।
নতুন এ ভবনে শিক্ষার্থীরা নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে। এছাড়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষকসহ সংশ্লিষ্ট অংশীজন নবনির্মিত এ ভবনে একাডেমিক সুবিধা পাবেন। নবনির্মিত ভবনে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ওয়াশ ব্লক নির্মিত হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। ভবনটি তৈরিতে প্রায় ৬ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। ৬ তলা বিশিষ্ট ভবনটি বিভিন্ন পাবলিক পরীক্ষায়ও ব্যবহৃত হবে।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫ম পার্যায়ের (১ম ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। জমি ও গৃহের কাগজপত্র সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।