ফরিদপুরের বোয়ালমারীতে ২টি সীসা কারখানাসহ ৪ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৭৭ হাজার ৫ শত টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বোয়ালমারী পৌর সদর বাজার, বিল দাদুড়িয়া ও সাতৈর জয়নগর বট তলা এলাকায় এ অভিযান চলানো হয়।
আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা নেজারত ডেপুটি কালেক্টরেট (এন ডি সি) ও নির্বাহী হাকিম মো. মুজিবুল ইসলাম।
অপরদিকে সাতৈর ইউনিয়নের জয়নগর বট তলা সংলগ্ন হিরু মুন্সির কার্বন ফ্যাক্টরি সংলগ্ন আরও একটি সীসা কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বোয়ালমারী পৌর বাজারের ৩ টি চাইনিজ রেস্টুরেন্টে ও কফিশপে অভিযান চালিয়ে ২৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
এগুলোর মধ্যে বোয়ালমারী রেল স্টেশন সড়কের গোল্ডেন চাইনিজ রেস্টুরেন্টে ১০ হাজার, ফুটল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টকে ১০ হাজার এবং বিএফসিকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফরিদপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ উপজেলা প্রশাসন ও বোয়ালমারী থানা পুলিশের একটি টিম।