ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো চন্দনী গ্রামের মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)। এ ঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি শেখ সাদী।
থানা সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান, সহকারী উপপরিদর্শক এএসআই মনির হোসাইন ও শফি উদ্দিনের নেতৃত্বে বুধবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পেশাদার মাদক ব্যবসায়ী মোশাররফ হোসেনের রান্না ঘরে ফেনসিডিল গোনার সময় তাদেরকে আটক করে পুলিশ। এ সময় দম্পতির কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।