বোয়ালমারীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

0
বোয়ালমারীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে তাসলিমা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার শেখর ইউনিয়নের চরশেখর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিজ বাড়ির মুরগির ঘরে মুরগি উঠেছে কিনা দেখতে যান তাসলিমা। এ সময় খোপে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ফরিদপুর নেওয়ার পথে মারা তিনি যায়। 

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন,“রোগী আসার পর আমি নিজেই উপস্থিত ছিলাম। পরীক্ষা করে বুঝি, তাকে বিষধর সাপে কামড়েছে। অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু রোগীর স্বজনদের জানানো হয় জটিলতা হলে আইসিইউ প্রয়োজন হতে পারে, যা আমাদের এখানে নেই। তখন রোগীর পরিবার সিদ্ধান্ত নেয় ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়ার। পরে শুনি, পথে মারা গেছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here