বোয়ালমারীতে মাটি চাপায় শ্রমিক নিহত

0

ফরিদপুরের বোয়ালমারীতে শৌচাগারের সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শফিকুল শেখ (২৭) নামে এক খনন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছেন।

মঙ্গলবার বিকেলের দিকে বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধাঁরকোঠা স্টেডিয়াম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান। 

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘন্টা চেষ্টার ফলে পর ৮-১০ ফুট মাটির নিচ থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে। তিনি দীর্ঘদিন যাবত সেফটিক ট্যাংক খনন করে রিং স্লাব বসানোর কাজ করতেন।

নিহত শফিকুল শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মৃত মোমিন শেখের ছেলে ও দুই সন্তানের জনক। সজিব শেখ (৬) ও মরিয়ম (৪) নামে তার দুই সন্তান রয়েছে। 

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হুসাইন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু  হয়। ধারণা করা যাচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। 

বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লেডার আব্দুল খালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩০-৪০ মিনিট তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করি। যেখানে গর্ত খুঁড়া হয়েছে তা ভরাটকৃত বালুমাটি হওয়ায় ধ্বসে পড়ে মাটির নিচে চাপা ওই শ্রমিক চাপা পড়েছিলো । 

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here