বোয়ালমারীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

0

ফরিদপুরের বোয়ালমারীতে গত ৯ মে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বোয়ালমারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আব্দুর রহমান এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৬ বান্ডিল টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। 

এসব বিতরণ করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান মিরদাহ পিকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপশ শাখারী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here