ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ইমদাদ কাজী ও আশিক মন্ডল নামে দুই মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা সরাসরি অনুমতি না নিয়েই মাটি কাটছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত। এর আগে বৃহস্পতিবার বিকেলে সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে ও দাদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। জরিমানা দেওয়া ইমদাদ কাজী (৪০) সাতৈর ইউনিয়নের মজুরদিয়া গ্রামের কাজী আব্দুল মান্নানের ছেলে ও আশিক মন্ডল (২৫) ফরিদপুর সদরের শাহিদ মন্ডলের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে ও দাদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে কৃষি জমি থেকে এস্কেভেটার (ভেকু) দিয়ে কিছুদিন ধরে মাটি কাটছিল ইমদাদ কাজী ও আশিক মন্ডল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইমদাদ কাজীকে ৫০ হাজার ও আশিক মন্ডলকে ৫০ হাজার মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, সরকারি অনুমতি না নিয়ে জমি থেকে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।