বোমা হামলার হুমকি: আরেকটি ভারতীয় বিমানের জরুরি অবতরণ

0
বোমা হামলার হুমকি: আরেকটি ভারতীয় বিমানের জরুরি অবতরণ

ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর হায়দরাবাদমুখী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। শারজাহ থেকে উড়াল দেওয়া বিমানটিতে মাঝআকাশে থাকতেই এই হুমকি শনাক্ত হয়। এরপর জরুরি ভিত্তিতে সেটিকে মুম্বাইয়ে নামানো হয়।

বৃহস্পতিবার কয়েক ঘণ্টা আগে মদিনা–হায়দরাবাদ ইন্ডিগো ফ্লাইটেও একই ধরনের বোমা হামলার হুমকি পাওয়া যায়। ওই বিমানটি জরুরি অবতরণ করে আহমদাবাদে।

ফ্লাইটরাডার২৪–এর তথ্যানুযায়ী, শারজাহ থেকে হায়দরাবাদগামী বিমানটি মাঝপথে রুট পরিবর্তন করে মুম্বাইয়ে অবতরণ করে। হুমকি পাওয়ার পরই পাইলট জরুরি সিদ্ধান্ত নেন।

দিনের শুরুতে মদিনা–হায়দরাবাদ ফ্লাইটে বোমা থাকার ইমেইল আসে। সেখানে বলা হয়, বিমানটি যদি হায়দরাবাদে নামতে দেওয়া হয়, তবে তা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে। হুমকি পাওয়ার পর বিমানটি আহমদাবাদে নামিয়ে বিচ্ছিন্ন স্থানে নেওয়া হয় এবং তল্লাশি চালানো হয়।

আহমদাবাদ জোন–৪ এর উপ–পুলিশ কমিশনার অতুল বানসাল জানান, ইমেইল পাওয়ার পরই জরুরি পদক্ষেপ নেওয়া হয়। বিমানটিতে ১৮০ জনের বেশি যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এদিকে ইন্ডিগো ইতোমধ্যেই নজরদারিতে রয়েছে। নতুন ক্রু রোস্টারিং নিয়মের কারণে প্রতিষ্ঠানটি ব্যাপক সঙ্কটে পড়েছে। বৃহস্পতিবার ভারতে ৩০০–র বেশি ইন্ডিগো ফ্লাইট বাতিল হয়।

হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, শুধু দিল্লি থেকেই ৩৩টি, হায়দরাবাদ থেকে ৬৮টি, মুম্বাই থেকে ৮৫টি এবং বেঙ্গালুরু থেকে ৭৩টি ফ্লাইট বাতিল করা হয়। সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here