বোনকে তুলে নিয়ে হত্যা, ভাইকে জখম

0

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মনজুরা খাতুন (৩২) নামের এক নারীকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ অক্টোবর) রাতে দর্শনা মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মনজুরার লাশ তার বাড়ির পার্শ্ববর্তী বেগুনক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাই আলমগীর হোসেন (৩০)। আহত আলমগীর আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। 

সরকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, মনজুরা খাতুনকে রাতে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তার ভাইকেও কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে মনজুরার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদও হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উন্মোচনের জন্য পুলিশ বিশেষ টিম কাজ করছে। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here