বোচাগঞ্জে সীমান্তে ভারত থেকে ফেরার পথে ৪ বাংলাদেশি আটক

0

দিনাজপুরের বোচাগঞ্জে পরমেশ্বরপুর সীমান্তে চারজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

রবিবার বিকেল ৩টায় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২বিজিবি) আওতাধীন পরমেশ্বরপুর বিওপির জোয়ানরা তাদের আটক করেন।

আটকরা হলেন, বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়াবাড়ী গ্রামের মো. আমান উল্লাহর ছেলে আব্দুর কাদের (২৮), বোনগ্রামের-শ্রী পুলেন চন্দ্র রায়ের ছেলে শ্রী সুজন চন্দ্র রায় (১৮) ও দাসনগর নিলামু রায়ের ছেলে শ্রী সূর্য রায় (২২)।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের পরমেশ্বরপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির একটি টহলদল টহল দিচ্ছিল। এ সময় তারা চারজনকে আটক করে। পরে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কাজের সন্ধানে ইতঃপূর্বে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে আবার ভারতীয় দালালদের সহযোগিতায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। 

আটকদের মধ্যে একজনের কাছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং তিনজনের কাছে বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ পত্র পাওয়া যায়। পরে তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায় তারা বাংলাদেশি নাগরিক। 

এরপর পরমেশ্বরপুর বিওপির নায়েক সুবেদার দীপেন কুমার সরকার তাদের বোচাগঞ্জ থানায় হস্তান্তর করেন।

বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, তাদের পাসপোর্ট আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here