বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

0

দিনাজপুর-পঞ্চগড় রেলরুটে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ আব্দুর রহমান নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। 
রবিবার সকাল ৯টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের সাথে দিনাজপুরের সেতাবগঞ্জ রেল স্টেশনের নিকটে টিএনটি রোড মেলাগাছি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত মোঃ আব্দুর রহমান (১৮) দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরশহরের ছুটকুর মোড় এলাকার মোঃ আজাহারুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, রবিবার সকাল ৯টার দিকে সেতাবগঞ্জ শহরের ছুটকুর মোড় এলাকার মোঃ আব্দুর রহমান প্রতিদিনের ন্যায় বাইসাইকেল নিয়ে তার কর্মস্থল জহুরা অটো রাইস মিলে যাচ্ছিলেন। পথিমধ্যে রেললাইন পার হতে গিয়ে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবস্থা গ্রহণ করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here