বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুদরত-ই-জাহান বলেছেন, বৈষম্যহীন সমাজ গঠনে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। বগুড়া প্রাচীন সভ্যতার লীলাভূমি হলেও এখানে উন্নয়নে সবসময় বৈষম্যর শিকার হয়েছে। যারাই ক্ষতমায় থেকেছেন তারাই বগুড়াকে ভুলে গেছেন। সেই কারণে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার কোনো উন্নয়ন হয়নি।
তিনি বলেন, যতদ্রুত সম্ভব বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার কার্যক্রম শুরু করবে।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত আহম্মেদ রিটু, সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, মীর্জা সেলিম রেজা, মতিউল ইসলাম সাদী, আব্দুর রহিম বগ্রা, সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম প্রমুখ।
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভিসি আরো বলেন, দেশ বিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত আছে। এ অবস্থায় গণমাধ্যম যদি সঠিক দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয় তবে জাতি আবার অন্ধকারে নিমজ্জিত হবে। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানতে হবে। এজন্য পড়াশোনা করতে হবে। সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

