বৈশাখী রঙে রঙিন শিশু একাডেমি

0

বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে আজ বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোরশেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ বেগম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক শিশু ও অভিভাবকবৃন্দ।

বৈশাখের রঙে রঙিন আলপনায় সাজানো শিশু একাডেমি চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এছাড়া ছিল শিশু একাডেমির স্থাপিত ক্যানভাসে ছবি আঁকা, দলীয় সংগীত, দলীয় আবৃত্তি, ‘শিশুদের ছড়ায় ছড়ায় বৈশাখ’, সাংগ্রাই উৎসবের পানিখেলা, বাইস্কোপ, নাগরদোলা, এবং শিশু একাডেমির শিশু শিল্পী ও নৃত্য ও সংগীত প্রশিক্ষকদের পরিচালনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here