বৈশাখী টেলিভিশনের ‘সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন অদিতি আরশী। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮.২০ মিনিটে।
অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন ঝিলিক। অদিতি আরশী মূলত আধুনিক গানের শিল্পী। কিন্তু সব ধরনের গানেই তিনি অভ্যস্ত। এদিন প্রচার হবে তার গাওয়া ৯টি গান।