বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা উচিত: কাজল

0
বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা উচিত: কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আবারও আলোচনায়। তবে এবার সিনেমা নয়, বিয়ে নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি মনে করেন বিয়েরও মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকা উচিত, যেন সম্পর্ক নবায়নের সুযোগ থাকে। তাঁর এই বক্তব্যে নেটিজেনদের মধ্যে দাম্পত্যে ফাটলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত কাজল ও অজয় দেবগণ দাম্পত্য জীবনের ২৭ বছর পার করেছেন। ভালোবেসেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজন।

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর সাম্প্রতিক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকি কৌশল ও কৃতি শ্যানন। আলোচনার এক পর্যায়ে টুইঙ্কেল খন্না প্রশ্ন রাখেন ‘বিয়ের কি মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকা উচিত, যেটি পর নবায়ন করা যাবে?’

ভিকি, কৃতি ও টুইঙ্কেল একবাক্যে ‘না’ বললেও, কাজল ভিন্ন মত প্রকাশ করেন। তিনি বলেন, ‘অবশ্যই বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত। কে বলতে পারে আপনি সঠিক সময় সঠিক মানুষকেই বিয়ে করেছেন? নবায়নের সুযোগ থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা সহজ হয়, আর মেয়াদ শেষ থাকলে কাউকে দীর্ঘ সময় কষ্ট পেতে হয় না।’

টুইঙ্কেল মজা করে বলেন,’এটা তো বিয়ে, ওয়াশিং মেশিন নয়!’

শোয়ের অন্য আলোচনায় টাকাপয়সা কি সুখ কিনতে পারে। এই প্রশ্নে কাজল বলেন,’আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, সেটা কখনো কখনো সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়। অর্থ আপনাকে জীবনের সত্যিকারের আনন্দ থেকে দূরে সরিয়ে দেয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here