বৈধ জুয়েলারি প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়ার আশ্বাস ডিএমপি কমিশনারের

0

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সদস্যভুক্ত বৈধ জুয়েলারি প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাজুসের প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

এ সময় ডিএমপি কমিশনার ঢাকা মহানগরীর বাজুসের সদস্যভুক্ত জুয়েলারি প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে সর্বাত্মক সহযোগিতা দেবেন বলে বাজুস নেতাদের আশ্বস্ত করেন। তবে জুয়েলারি প্রতিষ্ঠানের মালিকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার বাজুস নেতাদের প্রত্যেক মার্কেট ও দোকানের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সিকিউরিটি গার্ডদের সতর্ক অবস্থানে রাখার পরামর্শ দেন। এছাড়া বৈধ জুয়েলারি ব্যবসায়ী যাতে হয়রানির শিকার না হন সেদিকে দৃষ্টি রাখবেন বলে জানান তিনি।

সৌজন্য সাক্ষাতে বাজুসের প্রতিনিধিদলে ছিলেন গুলজার আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি, বাদল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য, সমিত ঘোষ অপু, সহ-সভাপতি, উত্তম বণিক, কোষাধ্যক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here