ন্যাটো ও ইউক্রেনের রাষ্ট্রদূতরা আগামী সপ্তাহে একটি বিশেষ সভা করবেন বলে জোটটি বৃহস্পতিবার জানিয়েছে। রাশিয়া হামলা চালানোর পর কিয়েভ দ্রুত আকাশ প্রতিরক্ষা সরবরাহের আহ্বান জানানোতে এ সভা হবে।
এএফপির প্রতিবেদন অনুসারে, ন্যাটোর মুখপাত্র ডিলান হোয়াইট বলেছেন, ‘ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ আগামী বুধবার ন্যাটো-ইউক্রেন কাউন্সিলের একটি বৈঠক ডাকবেন। বৈঠকটি রাষ্ট্রদূত পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ও শহরে সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইউক্রেনের অনুরোধে এটি আহ্বান করা হয়েছে।’
কিয়েভ বলেছে, সাম্প্রতিক হামলাগুলো পশ্চিমা মিত্রদের বিমান প্রতিরক্ষা সরঞ্জাম, সামরিক ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের গতি বাড়াতে প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। তবে মার্কিন কংগ্রেসে অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় নেতৃস্থানীয় ন্যাটো শক্তির সমর্থন হিসেবে এই আহ্বান এসেছে।