বে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শামসুর রহমান আর নেই

0

বে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শামসুর রহমান আর নেই। সোমবার স্থানীয় সময় রাত ৯টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। খবরটি নিশ্চিত করেন তাঁর ছোট ছেলে আসিফুর রহমান শিহাব। মৃত্যুকালে আলহাজ্ব শামসুর রহমানের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব শামসুর রহমান ছিলেন বে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি ছিলেন একজন দানশীল ও সমাজসেবক। ব্যক্তি জীবনে স্কুল, কলেজ, মাদরাসা এবং এতিমখানাসহ অসংখ্য প্রতিষ্ঠান গড়েছেন তিনি। শরীয়তপুর জেলায় সরকারি শামসুর রহমান কলেজ, মোহাম্মদপুর গাওসিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা, খলিলুর রহমান দাখিল মাদরাসা, আলহাজ সফুরা বেগম শিশু সদন, সফুরা বেগম মহিলা মাদরাসা ও সফুরা বেগম মহিলা কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ করেন আলহাজ্ব শামসুর রহমান। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here