নাটোর-বাগাতিপাড়া সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় জনসাধারণকে দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ১৩ কিলোমিটার দৈর্ঘের এই সড়কটির ৪ কিলোমিটার অংশ কয়েক বছর আগে খানাখন্দ সৃষ্টি হয়। সড়কের দুধারের পাকা অংশসহ বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। এতে করে এই পতে চলাচলকারী যানবাহনকে প্রায়ই দুর্ঘটনায় পড়তে হয়।
জানা যায়, নাটোর সদর ও বাগাতিপাড়া উপজেলার মধ্যেকার সংযোগ সড়কের দূরত্ব ১৩ কিলোমিটার। এর মধ্যে নাটোর সদর উপজেলার অংশ রয়েছে প্রায় ৪ কিলোমিটার। বিগত বছরগুলোর বৃষ্টিপাতের কারণে নাটোরের অংশের ৪ কিলোমিটার সড়কের দুধারে ভেঙ্গে যায়। ওই ভাঙ্গা অংশের কার্পেটিং ধীরে ধীরে উঠে যেতে থাকে। এছাড়া কিছু কিছু স্থানে ভাঙনের সৃষ্টি হয়। যানবাহন চলাচলে ভাঙন বড় হয়ে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দীর্ঘদিনেও সড়কটি মেরামত বা সংস্কার করা হয়নি। তবে এই সড়কে খানাখন্দ সৃষ্টি হলেও তমালতলা হয়ে বাগাতিপাড়া যাওয়ার সড়কটি বিকল্প সড়ক হিসাবে চলাচলের গুরুত্ব বেড়ে যায়।
স্থানীয়রা জানান, তমালতলা সড়ক দিয়ে বাগাতিপাড়া উপজেলা যেতে ২ থেকে ৩ কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়। তবুও এই পথেই এখন বেশি মানুষও যানবাহন চলাচল করে থাকে।