এবার ‘ডোপিং’ নামের এক প্রক্রিয়ার মাধ্যমে সাশ্রয়ী ও বেশি সক্ষমতাসম্পন্ন ব্যাটারি তৈরির নতুন উপায় খুঁজে পাওয়ার দাবি করেছেন একদল বিজ্ঞানী।
এ কৌশেলে ব্যাটারিতে সহজেই ছোটো পরিসরে বিভিন্ন সহজলভ্য উপাদান যোগ করা যায়। এতে ব্যাটারির কার্যকারিতায় নাটকীয় পরিবর্তন আসে।
গত বছর গবেষকরা ঘোষণা দিয়েছিলেন, তারা ব্যাটারির ক্যাথোডের জন্য নতুন এক উপাদান খুঁজে পেয়েছেন, যেখানে উচ্চমাত্রার লোহা ও অক্সিজেন বিক্রিয়া ব্যবহারের সুযোগ মেলে। তবে এতে সমস্যাও দেখা গেছে। সেটি হল, এ ধরনের ব্যাটারি চার্জ দেওয়ার পর সেগুলোতে অক্সিজেন উৎপাদিত হত।
এখন গবেষকরা বলছেন, ‘ডোপিং’ প্রক্রিয়ার মাধ্যমে এ সমস্যা নিরসন করা সম্ভব। আর এতে করে নতুন প্রযুক্তিটিকে কাজে লাগানো যাবে।