বেশি টাকা কামাতে পাকিস্তান ছেড়ে ভারতে আসিনি : আদনান সামি

0

বর্তমানে ভারতের নাগরিক জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান সামি এবার মুখ খুললেন পাকিস্তান ছেড়ে ভারতে আসার প্রশ্নে। বলা হয়, পাকিস্তানে অর্থ কম, সে কারণেই কি বেশি টাকা কামাতে ভারতে পালিয়ে এসেছিলেন আদনান সামি? 

এ প্রসঙ্গে আদনান বলেন, পাকিস্তানে অনেকেই বলেন যে, ভারতে এসেছি বেশি টাকা কামাব বলে। ওখানে উপার্জনের সুযোগ অনেক বেশি। আমি তাদের বলতে চাই, আমার পরিবারকে নিয়ে আপনাদের কোনো ধারণা আছে? টাকা উপার্জন অথবা এসবের কোনো উদ্দেশ্যই আমার নেই। আমার অনেক ভাগ্য ভালো যে ধনী পরিবারে জন্মেছি। পাকিস্তানে আমি অনেক কিছু ছেড়ে এসেছি। পাকিস্তান থেকে উত্তরাধিকার সূত্রে অনেক কিছু পাওয়ার ছিল, যেগুলো কিছুই নিয়ে আসতে পারিনি। টাকা আমার জীবনে ফ্যাক্টর নয়।

এক্ষেত্রে দুই দেশের শত্রুতাকে দায়ী করেছেন তিনি। বলেছেন, এসব রাজনৈতিক তালমেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি একজন শিল্পী। একসময় রাষ্ট্রহীন ছিলাম। অনেক কিছু বলতে চেয়েও পারিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here