মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন জুড বেলিংহ্যাম।
শ্বাসরুদ্ধকর এই ম্যাচের ৯ মিনিটেই ইলকায় গুন্দোয়ানের গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। কাতালান ফরোয়ার্ডদের চাপে অরলিয়ে চুয়ামেনি গোলরক্ষকের উদ্দেশে ব্যাক পাস দেন, কিন্তু রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবা বলের কাছে পৌঁছে ক্লিয়ারের চেষ্টা করলেও সেই বলের নিয়ন্ত্রণ নেন ইকাই গুন্দোয়ান। এরপর কেপাকে ফাঁকি দিয়ে বাকি কাজ সারেন তিনি।
শুরুতেই চাপে পড়া রিয়াল ম্যাচে ফিরতে সময় নিল অনেক। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে দলকে সমতায় ফেরান বেলিংহ্যাম। বক্সের বাইরে থেকে তার নেওয়া বুলেট গতির শট জড়িয়ে যায় জালে। যোগ করা সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে উঠলো রিয়াল। সমান খেলে ২৪ পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা।