বেলিংহ‍্যামের পেনাল্টি মিসের পর ১০ জনের রিয়ালের জয়

0

নতুন বছরে এক নাটকীয় ম্যাচ দেখলো লা লিগা। প্রতিপক্ষের গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখলেন ভিনিসিউস জুনিয়র। পেনাল্টি মিস করলেন জুড বেলিংহ‍্যাম। তবে বদলি নেমে দলকে ভালেন্সিয়ার বিপক্ষে হারের লজ্জা থেকে বাঁচালেন লুকা মদ্রিচ, তার গোলে সমতায় ফেরে রিয়াল। পরে যোগ করা সময়ে জয়সূচক গোল করেন বেলিংহ‍্যাম।

শুক্রবার রাতে ভালেন্সিয়ার মাঠে নাটকীয়ভাবে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

শেষের কিছুটা সময় ১০ জন নিয়েও এই জয়ে নতুন বছরে শীর্ষে উঠে এলো রিয়াল। ১৯ ম‍্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা আতলেটিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে।

ম্যাচের ২৭তম মিনিটে খুব কাছ থেকে গেররার শট কোনোমতে ফিরিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো, অনায়াসে জাল খুঁজে নেন তিনি। পিছয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে ভালেন্সিয়াকে চেপে ধরার চেষ্টা করে রিয়াল। তবে একের পর এক ফাউলে বারবার গতি হারায় খেলা।

৫২তম মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। বেলিংহ‍্যামের নীচু গড়ানো শট ফেরে পোস্টে লেগে।

তবে ৭৯তম মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল। ভালেন্সিয়া গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। 

বদলি হিসেবে নেমে ৮৫তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান নামা মদ্রিচ। শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বেলিংহ‍্যামের গোলে জয় পায় রিয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here