রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০ ম্যাচের আটটিতেই জালের দেখা পেয়েছেন জুড বেলিংহাম। সর্বশেষ গতকাল লিগ ম্যাচে ওসাসুনার বিপক্ষে করেছেন জোড়া গোল। রিয়াল মাদ্রিদও জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।
সান্তিয়াগো বার্নাব্যুতে নবম মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন বেলিংহাম। বিল্ডাপ ফুটবলে আক্রমণে যায় রিয়াল। লুকা মডরিচের বাড়ানো বল পান কার্ভাহাল। এই রাইট ব্যাকের পাস পেয়ে অনায়াসে জাল খুঁজে নেন বেলিংহাম। প্রথমার্ধে অবশ্য আর গোল করতে পারেনি রিয়াল।
৯ ম্যাচে আট জয়, এক হারে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।