বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করছে লিথুনিয়া

0

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিচ্ছে লিথুনিয়া। 

জানা গেছে, এই দুই দেশের মধ্যে ছয়টি সীমান্ত ক্রসিং রয়েছে। এর মধ্যে দুটি সীমান্ত ক্রসিং অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে লিথুনিয়া সরকার নিশ্চিত করেছে।

লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাগনে বিলোটাইট বলেন, জাতীয় নিরাপত্তার হুমকি এবং সীমান্তে সম্ভাব্য উসকানি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে লিথুয়ানিয়া তাদের দেশের নাগরিকদের বেলারুশে ভ্রমণের বিষয়ে নিরুৎসাহিত করছে। এমনকি নাগরিকদের উদ্দেশে বলা হচ্ছে, আপনারা নিরাপত্তার ঝুঁকি নেবেন না, বেলারুশে ভ্রমণ করবেন না। আপনাদের হয়তো দেশে ফিরে আসাটা সম্ভব নাও হতে পারে।

জুন মাসে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপ। যদিও ওই বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে মস্কো। এরপরই বেলারুশে আশ্রয় নেওয়া এই ভাড়াটে সেনাদের কারণে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে লিথুনিয়া।

৩৩ বছর আগে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জন করে লিথুনিয়া। গণতান্ত্রিক এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ লিথুয়ানিয়া ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে কিয়েভের প্রতি শক্তিশালী সমর্থন দিয়ে যাচ্ছে।

এর আগে নিরাপত্তা জোরদারে বেলারুশ সীমান্তে সেনা পাঠায় লাটভিয়া। সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। গত ২৪ ঘণ্টায় সীমান্ত দিয়ে ৯৬ বার অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে বহুমুখী হুমকি তৈরি হয়েছে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here