ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থেকে যখন চোট নিয়ে মাঠ ছাড়েন দুইজন, শঙ্কার মেঘ জমেছিল তখনই। শেষ পর্যন্ত সেই মেঘ আর কেটে গেল না। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের দুই ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার ও কাইল ওয়াকার।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গত শনিবার ব্রাজিলের কাছে ১-০ গোলে পরাজয়ের ম্যাচে চোট পান এই দুই ডিফেন্ডার। একই মাঠে মঙ্গলবার (২৬ মার্চ) ইংলিশরা খেলবে বেলজিয়ামের বিপক্ষে।
বার্নলির ট্র্যাফোর্ড জাতীয় দলে জায়গা পেলেন প্রথমবার। ম্যানচেস্টার সিটির লুইসের অভিষেক হয় গত নভেম্বরে নর্থ মেসেডোনিয়ার বিপক্ষে ম্যাচে। ম্যাগুইয়ার ও ওয়াকারের আগেই চোটের কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক হ্যারি কেইন ও আরেক ফরোয়ার্ড বুয়াকো সাকা। চোটাক্রান্ত ফুটবলাররা সবাই নিজ নিজ ক্লাবে ফিরে গেছেন মেডিকেল পরীক্ষার জন্য।