বিএনপির বেলজিয়াম শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী ব্রাসেলসের একটি রেস্টুরেন্টে ইফতার ও মাহফিল অনুষ্ঠানে বিষয়টি জানানো হয়।
দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়। এ সময় দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
এসময় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু তার বক্তব্যে বলেন, ‘এই কমিটি বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে দিতে সরকারকে বাধ্য করতে ইউরোপে কাজ করে যাবে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন আবুল হাসনাত, সহ-সভাপতি সৈয়দমাহমুদ আক্কাস, আবদুল বাতেন মার্টিন, তসুমিয়া, নুরনবী চৌধুরী, ভূঁইয়া আবু সাঈদ। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, হাবিবুল হাসান ভূঁইয়া সোহাগ, হারুন অর রশিদ, মাহমুদুল হাসান (মম), কাজী আমজাদুল হক দিপু। সহ-সাংগঠনিক হিসেবে রয়েছেন জসিম উদ্দিন, মোস্তাক আহমেদ খান, এম এ এইচ স্বপন ও আবু ইউসুফ। দপ্তর সম্পাদক কামাল হোসেন। এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সানোয়ার আলী সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ সেলিম রিপন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মীর জসিম।