ইউরো বাছাইপর্বে রাজধানী ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে খেলছিল সুইডেন। সেই খেলার মাঝখানেই জানা যায়, ব্রাসেলসে দুই সুইডিশ নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। সেই ঘটনার পর ম্যাচের বাকি অংশ আর খেলেনি সুইডেনের ফুটবলাররা। এরপর ম্যাচটি পরিত্যক্ত হয়।
এবার জানা গেছে, বেলজিয়াম পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। সে তিউনিশিয়ার নাগরিক। তার বয়স ৪৫ বছর।
অবশ্য বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী আগে জানিয়েছিলেন, আহত ব্যক্তিই সন্দেহভাজন বন্দুকধারী।