অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের রাবার বুলেটে আহত হয়েছেন বেনাপোলের দৌলতপুর গ্রামের গিয়াস ও ডালিম নামের দুই যুবক। মঙ্গলবার রাত ১০ টার দিকে তারা ফেনসিডিল আনতে দৌলতপুর সীমান্ত পথে ভারতে প্রবেশের চেষ্ট করলে বিএসএফ রাবার বুলেট ছুড়ে তাদের প্রতিহত করে।
এ সময় টহল বিজিবি তাদের উদ্ধার করে প্রথমে নাভারন হাসপাতালে ও পরে যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত গিয়াস উদ্দিনের পিতার নাম দীন মোহাম্মদ এবং ডালিমের পিতার নাম বরকত আলী বলে জানা গেছে।