ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার বিভিন্ন বয়সের ২৫ বাংলাদেশী কিশোরীকে উদ্ধারের পর বুধবার বিকালে বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
স্বদেশ প্রত্যাবর্তন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও থানা পুলিশ যৌথভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের সোপর্দ করে। বেনাপোল পোর্টথানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেয়। এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারাসহ প্রশাসনিক ও এনজি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, দালালের খপ্পরে পড়ে ভাল কাজের প্রলোভনে ৩ বছর আগে তারা বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। পরে দাদালরা তাদের বিক্রি করে দেয়। পাচার হওয়া কিশোরীদেরকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করে। এ সময় কেউ জীবন বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেয়, আবার কাউকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ আটক করে।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নাগরিকতা যাচাই শেষে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যথাযথ আইনি সহায়তা ও পরিবারের কাছে পৌঁছে দিতে জাতীয় মহিলা আইনজীবী সংস্থা, রাইটস যশের এবং জাস্টিস এন্ড কেয়ার নামক তিনটি পৃথক পৃথক সংস্থা (এনজিও) তাদের পোর্ট থানা বেনাপোল থেকে গ্রহণ করে প্রকৃত অভিভাবকদের হাতে তুলে দেবে।