বেনাপোলে সৌদি রিয়াল ও ডলারসহ এক যাত্রী আটক

0
বেনাপোলে সৌদি রিয়াল ও ডলারসহ এক যাত্রী আটক

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে এক লাখ দশ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার মার্কিন ডলারসহ এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে যশোর বিজিবি।

শুক্রবার সকাল ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন সংলগ্ন বিজিবির স্ক্যানিং রুম থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে স্ক্যানিং কার্যক্রম চলাকালে যাত্রী শফিকুল ইসলামের (৪৬) লাগেজ তল্লাশি করলে ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল এবং ১০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।

আটক শফিকুল ইসলাম ঢাকার লালবাগ থানার হরনাথপুর ঘোষ রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। তিনি গত ২০ নভেম্বর ব্যবসায়ী কাজে ভারতে যান। কলকাতার একটি হোটেলে অবস্থানকালে বাংলাদেশি নাগরিক লিটু তাকে বৈদেশিক মুদ্রাগুলো দেয় এবং নির্দেশনা দেয় যে বাংলাদেশে পৌঁছানোর পর একজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে ফোনে যোগাযোগ করে রিয়াল এবং ডলারগুলো সংগ্রহ করবে।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের আশঙ্কায় শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে এবং শফিকুল ইসলামকে বেনাপোল পোর্ট হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here