যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের পূর্বপাড়ার আধা কিলোমিটার দীর্ঘ রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটি বেনাপোল মডেল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করছেন। শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
“আমাদের গ্রামের সব শাখা রাস্তা ঢালাই করা হলেও এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বছরের পর বছর অবহেলিত থেকে গেছে। পুরো রাস্তার পিচ এবং মাটির স্তর উঠে গিয়ে এখন শুধু ধুলাবালি ও খানাখন্দে পরিণত হয়েছে। প্রতিদিন এই রাস্তায় ভ্যান, ইজিবাইক উল্টে গিয়ে ড্রেনে বা পুকুরে পড়ে,” বলেন স্থানীয় বাসিন্দা সুনজু আক্তার।
স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার জানান, “প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় থাকেন। কারণ রাস্তাটিতে ছোট-বড় গর্তের কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয় ভুক্তভোগী আসাদুর রহমান বলেন, “হঠাৎ পরিবারের কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া দুঃসাধ্য হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে কোনো পরিবহন চলতে চায় না। যদি চলেও, অধিকাংশই ঝুঁকি নিয়ে চলে এবং অনেক সময় উল্টে গিয়ে পুকুরে বা ড্রেনে পড়ে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার বলেন, “মাত্র আধা কিলোমিটার রাস্তাটি নিয়ে আমরা তিন বছর ধরে ভোগান্তিতে রয়েছি। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।”
বেনাপোল পৌর প্রশাসক এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান বলেন, “আমি নিজে রাস্তাটির অবস্থা সরেজমিনে দেখেছি। মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই দ্রুত কাজ শুরু করা হবে।”
পৌরবাসীর অভিযোগ, প্রতিবার আশ্বাস দেওয়া হলেও কাজ বাস্তবায়ন হয় না। তারা দ্রুত পদক্ষেপ নিয়ে এই রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন।