চলতি মৌসুমে ভালো খেললেও ঠিক সেরা ছন্দে দেখা যাচ্ছে না করিম বেনজেমাকে। দফায় দফায় চোটে পড়ার পাশাপাশি আছেন কয়েক ম্যাচের গোল খরায়ও। তবে বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কোচের বিশ্বাস, মৌসুমের শেষ অংশে জ্বলে উঠবেন এই তারকা ফরোয়ার্ড।
সব প্রতিযোগিতা মিলিয়ে বেনজেমা সবশেষ জালের দেখা পান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়, লিভারপুলের বিপক্ষে প্রথম লেগে। রিয়ালের ৫-২ ব্যবধানে জয়ের ওই ম্যাচে দুটি গোল করেন ২০২২ এর ব্যালন ডি অ’র জয়ী এই ফুটবলার। এরপর তিন ম্যাচে গোলের দেখা পাননি তিনি। এই তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি তার দল, একটিতে হারে পাশে ড্র করেছি বাকি দুটি।
শুক্রবার (১০ মাড়ড়চ) সংবাদ সম্মেলনে বেনজেমার ফর্ম নিয়ে আশার কথা শোনালেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বলেন, দলের জন্য আগের মতোই সমান গুরুত্বপূর্ণ ৩৫ বছর বয়সী এই খেলোয়াড়। গত মৌসুমে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল, তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য, গোল করেছিল ৪০টিরও বেশি। এই মৌসুমের শুরুতে সে তার সেরা পর্যায়ে ছিল না, যা আমাদের খেলায় প্রভাব ফেলেছিল। মৌসুমের দ্বিতীয় অংশে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং আমরা মনে করি মৌসুমের শেষ পর্যন্ত সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার একটু চোট সমস্যা আছে এবং এখন তাকে সেরে উঠতে হবে।