‘বেদা’র ফার্স্ট লুকে চমকে দিলেন জন আব্রাহাম!

0

নতুন বছরে অ্যাকশনের ইঙ্গিত দিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। নিজের পরবর্তী ছবি ‘বেদা’র ফার্স্ট লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। দু’টি ছবি শেয়ার করেছেন জন। 

যার একটিতে দেখা যাচ্ছে বলিউডের এক উদীয়মান নায়িকাকে। তিনি বলিউডের নতুন ‘বাবলি’ শর্বরী ওয়াঘ। ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমায় রানি-সাইফের পাশাপাশি নজর কেড়েছিলেন মহারাষ্ট্রের এই মেয়ে। ‘বাজিরাও মস্তানি’, ‘সনু কে টিটু কি সুইটি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শর্বরী। তার পর শুরু করেন অভিনয়। আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’তে দেখা গিয়েছিল শর্বরীকে। তার পরই ‘বান্টি অউর বাবলি ২’তে সুযোগ পান।

এদিকে পোস্টারের ক্যাপশনে জন লিখেছেন, “ওর ত্রাতার প্রয়োজন ছিল, পেল অস্ত্র।” 

জানা গেছে, ছবিতে শর্বরীর চরিত্রের মেন্টর হিসেবে দেখা যাবে জনকে। জন-শর্বরী ছাড়াও এই ছবি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here