বরগুনার বেতাগীতে পূর্ব শত্রুতার জেরে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম সালাউদ্দিন (২০)। তিনি বেতাগী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ বড় মোকামিয়া গ্রামের শহিদুল ইসলামের সাথে প্রতিবেশী মো. মনসুর আলী বেপারির হাতাহাতির মতো তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বরগুনায় পাঠানো হয়েছে। এখনও কোনো মামলা হয়নি। তবে রাত থেকেই অপরাধীকে দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।