পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, নগদ অর্থের সংকটে থাকা দেশটিকে চ্যালেঞ্জিং অর্থনৈতিক দুরবস্থায় সহায়তা করার অংশ হিসেবে তিনি তার মেয়াদকালে কোনো বেতন নেবেন না।
পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে গত রবিবার শপথ নিয়েছেন ৬৮ বছর বয়সী জারদারি। জাতীয় কোষাগারের বোঝা না চাপিয়ে তিনি বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তার দল পাকিস্তান পিপলস পার্টি (পি) এক বিবৃতিতে জানিয়েছে।