বেতন ও প্রতিরক্ষা বাজেট বাড়াল পাকিস্তান

0

অর্থনীতি ও রাজনীতির চরম সংকটে জর্জরিতে পাকিস্তানে ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার পার্লামেন্টে ১৪ দশমিক ৪৬ ট্রিলিয়ন রুপির ফেডারেল বাজেট প্রস্তাব করেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার। খবর জিও নিউজের

প্রস্তাবিত বাজেটে চলতি বছর নতুন কোনো কর আরোপের প্রস্তাব করা হয়নি। বাজেটে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিকল্পনা করা হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। কারণ সংকটে জর্জরিত পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) আরও বেলআউটের অর্থ ছাড় দিতে রাজি করাতে চায়।

এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ফেডারেল সরকার প্রতিরক্ষা বাজেট প্রায় ১৬ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে। দেশের ভেতর এবং দেশের বাইরে ক্রমাগত নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here