আবারও রিয়াল বেটিসের মাঠ থেকে জয়বঞ্চিত হয়েই ফিরতে হয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। লা লিগায় দুই রিয়ালের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতা নিয়ে।
গতকাল (শনিবার) রাতে লা লিগার ম্যাচে উভয় দলই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান জোরালো করার লক্ষ্যে নেমেছিল। রিয়ালের সামনে নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করার সুযোগ ছিল। পয়েন্ট ভাগাভাগি হওয়ার পর, ৩৯ পয়েন্ট নিয়ে এখনও সবার ওপরে রিয়াল। তবে টপকে যাওয়ার বেশ ভালো সুযোগ জিরোনার সামনে, এক ম্যাচ কম খেলেও দলটির পয়েন্ট ৩৮। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিন নম্বরে রয়েছে।
রিয়ালের হয়ে প্রায় প্রতিটি ম্যাচে ত্রাতার ভূমিকায় সবচেয়ে বেশি বেলিংহ্যামের নামই খুঁজে পাওয়া যাবে। ম্যাচের ডেডলক ভাঙা গোলটিও আসে এই ইংলিশ মিডফিল্ডারের পা থেকে। ম্যাচের ৫৩ মিনিটে দিয়াজের বাড়ানো থ্রু বল বুক দিয়ে নামিয়ে নিচু শটে বেলিংহ্যাম বল জালে জড়িয়ে দেন। যা এবারের লা লিগায় গোলদাতার তালিকায় তার শীর্ষস্থান আরও জোরালো করল। এ নিয়ে ১৪ ম্যাচে ১২ গোল করলেন বেলিংহ্যাম। অল্প সময়ের ব্যবধানে রদ্রিগোর গোলে দ্বিগুণ লিড পেতে পারত রিয়াল। তবে ব্রাজিল ফরোয়ার্ডের কোণাকুণি শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
ফলে আর লিড ধরে রাখা হয়নি সফরকারীদের। ৬৬ মিনিটেই তাদের হতাশায় ডুবিয়ে বেটিসকে জোরালো শটে সমতায় ফেরান রুইবাল। এরপর দারুণ বাঁকানো ফ্রি কিকে টনি ক্রসের প্রায় নিশ্চিত গোল বাঁচিয়ে দেন বেটিস গোলরক্ষক। এরপর আর কেউ গোলের দেখা পায়নি। ইসকোর হেড পোস্টে লেগে ফিরলে রিয়াল ভাগ্যের জেরে বেঁচে যায় হারের হাত থেকে।
মুখোমুখি দেখায় সর্বশেষ দুই ম্যাচে ১-১ সমতায় নিয়ে ফিরল দু’দল।