বেটিং সংস্থার সঙ্গে জড়িত থাকায় ধারাভাষ্যকারের চাকরি হারালেন ম্যাকগ্রা

0
বেটিং সংস্থার সঙ্গে জড়িত থাকায় ধারাভাষ্যকারের চাকরি হারালেন ম্যাকগ্রা

আসন্ন অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) হয়ে ধারাভাষ্য দেওয়ার কথা ছিল গ্লেন ম্যাকগ্রার। কিন্তু বিতর্ক ওঠায় ৫৬৩টি টেস্ট উইকেটের মালিক ম্যাকগ্রাকে সরে যেতে হলো।

ম্যাকগ্রাকে সরিয়ে দেওয়ার কারণ হলো বেটিং সংস্থার সঙ্গে তার সংশ্লিষ্টতা। এবিসির অবস্থান বেটিং সংক্রান্ত কার্যকলাপের বিরুদ্ধে। এটি তাদের ঘোষিত নীতি। সেই কারণেই বাদ পড়েছেন ম্যাকগ্রা। তাকে বাদ দিলেও এবিসির ধারাভাষ্যকার প্যানেলে সদস্য সংখ্যা ৬-ই থাকছে। ম্যাকগ্রার জায়গায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ টম মুডিকে নিয়োগ দেওয়া হয়েছে।

সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানায়, বেট৩৬৫’ নামক একটি বেটিং সংস্থার প্রচারে রয়েছেন ম্যাকগ্রা। এই খবর প্রকাশ্যে আসার পর ম্যাকগ্রাকে সরাতে দেরি করেনি এবিসি। এই সম্প্রচারকারী চ্যানেল জানিয়েছে, অ্যাশেজ সিরিজের জন্য এবিসি ও গ্লেন ম্যাকগ্রা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এবিসি ম্যাকগ্রাকে সরিয়ে দিলেও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার সময়ে সময়ে বেটিং সংস্থার সঙ্গে চুক্তি করেছেন। তাছাড়া এই ‘বেট৩৬৫’ এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান স্পনসর। অস্ট্রেলিয়ার খেলা থাকলে তাদের বিজ্ঞাপন টেলিভিশনে দেখানো হয়। এবারের অ্যাশেজেও হয়তো তার ব্যতিক্রম হবে না।

ম্যাকগ্রার মতো একই কারণে ২০২২ সালে মিচেল জনসনের সঙ্গে চুক্তি বাতিল করে এবিসি। সাবেক এই বাঁহাতি পেসারের চুক্তি ছিল ‘বেট নেশন’ নামে একটি সংস্থার সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here