বেঙ্গালুরু উৎসবে যেতে বিপত্তি, ভিসা জটিলতায় বাঁধন

0

ভারতের কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত ২৯ ফেব্রুয়ারি থেকে উৎসব শুরু হলেও ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে উৎসবে উপস্থিত হতে পারেননি ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এ অভিনেত্রী।

তবে বাঁধন আশা করছেন, আজকের মধ্যে ভিসা হাতে পাবেন তিনি। আয়োজকদের পক্ষ থেকেও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান বাঁধন। তিনি বলেন, ‘আশা করছি, ভিসা হাতে পেয়ে কাল সোমবার থেকে উৎসবে যোগ দিতে পারব। আমার সঙ্গে আয়োজকরা নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে দূতাবাসেও কথা বলছেন তারা। আমার জন্য এখনো হোটেল বুকিং রেখেছেন, বিমানের টিকিট রেখেছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here