‘বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য জরুরি’

0
‘বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য জরুরি’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বহু বছরের জুলুম-নির্যাতনের পরও দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দিনব্যাপী পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াছিন আবেগঘন কণ্ঠে বলেন, ‘২০০৮ সালে টাউন হলের এক বিশাল জনসভায় দেশনেত্রী আমার হাতে ধানের ছড়া তুলে দিয়ে বলেছিলেন— “ইয়াছিন আমার সন্তান সমতুল্য।” আজ সেই স্মৃতি আরও গভীর হয়ে আছে।’

দোয়া মাহফিলে মহানগর ও জেলার বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাস, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, শহীদুল্লাহ রতন, মাহবুবর রহমান দুলাল, আতাউর রহমান ছুটি, রেজাউল করিম, শফিউল আলম রায়হান, ওমর ফারুক, যুবদলের সদস্য সচিব রোমান হাসান, আসিফ মাহমুদ জহির, ফরিদ উদ্দিন শিবলুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here