বেগম জিয়ার আরোগ্য কামনায় নিউইয়র্কে বিশেষ দোয়া-মাহফিল

0
বেগম জিয়ার আরোগ্য কামনায় নিউইয়র্কে বিশেষ দোয়া-মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য নিউইয়র্কে বিএনপির উদ্যোগে পৃথক দুটি স্থানে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় (৩০ নভেম্বর) এই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ ঢাকা থেকে প্রাপ্ত সর্বশেষ সংবাদের উদ্ধৃতি দিয়ে জানান, ‘ম্যাডামের অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।’

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জ্যাকশন হাইটসে নবান্ন পার্ট হলে নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, যিনি দোয়া-মাহফিলের নেতৃত্ব দেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান ও চেয়ারপার্সনের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সাধারণ আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ান কাউসার, বদরুল হক আযাদ, হুমায়ুন কবীর, আনিসুর রহমান, এমএ কাইয়ুম, দেলুয়ার হোসেন ও খাদেমুল ইসলাম রুবেল।

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় নিউইয়র্ক সিটি (দক্ষিণ) বিএনপির উদ্যোগে আরেকটি মাহফিল অনুষ্ঠিত হয় রুজভেল্ট এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টারে। মৌলানা সদিকুর রহমানের নেতৃত্বে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান, গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রহুল আমিন নাসির, ডিউক, ফয়সাল, জিয়াউর রহমান মিশন, এ জেড জাহাঙ্গীর আলম স্বপন, কাজী মনিরুল, যুব দলের মনির হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here