বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে দোয়া ও কম্বল বিতরণ

0
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে দোয়া ও কম্বল বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সোমবার সকালে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে সহায়তা করেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

এ সময় উপস্থিত ছিলেন মো. আজীম মাদবর, মো. আলমগীর পাঠান, মো. আওয়াল মাদবর, মো. সেলিম ফরাজী, বিএনপি নেতা মো. বশির উদ্দিন, মো. মোসলেম দেওয়ান, মো. মোক্তার হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here