বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া

0
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে পঞ্চগড়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট মাঠে উপজেলা ও পৌর বিএনপি এ আয়োজন করে।  

পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করেন, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। 

তিনি বলেন, ‘বেগম জিয়া সর্বস্তরের মানুষের নেত্রী হয়ে উঠেছেন তার সুনির্দিষ্ট দেশ প্রেমের জন্য। বাংলাদেশ বাদ দিয়ে তিনি অন্যকিছু চিন্তা করেননি। এজন্য তিনি মহান নেত্রী হতে পেরেছেন।’ 

নওশাদ জমির আরও বলেন, ‘ব্যক্তি জীবনে খালেদা জিয়া অত্যন্ত মিতব্যয়ী ছিলেন। বিএনপির গঠনতন্ত্র সংশোধনে কাজ করতে গিয়ে তার সাংগঠনিক দক্ষতাকে আমি উপলব্ধি করেছি। গণতন্ত্রের জন্য তিনি যে লড়াই করেছেন, এর জন্য সারা পৃথিবী তাকে মনে রাখবে।’

এর আগে জেলার প্রত্যেক মসজিদে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here