বেগমগঞ্জে কবরস্থান থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

0
বেগমগঞ্জে কবরস্থান থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জের একটি কবরস্থান থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার আলাইয়ারপুরের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচটি রাইফেল ও একটি এলজি রয়েছে। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, ঊর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে ওই কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। ভোরবেলার এ অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছে, সেটি জানা যায়নি। পুলিশ এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here