নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বন্দুকসহ জাহিদ হাসান সৌরভ (১৯) নামে এক যুবককে আটক করেছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। সৌরভ উপজেলার একলাসপুর ইউনিয়নের রইছ উদ্দিনের ছেলে।
শনিবার বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।
এর আগে, শুক্রবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার পৌর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।