নানা অভিযোগের মধ্যে ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত ভোটে বেইনের (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড) ২০২৪-২০২৫ সালের জন্য তানভির মুরাদ সভাপতি এবং রাজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের পক্ষে সাহাবউদ্দিন খান স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী অপর নির্বাচিতরা হলেন সহ-সভাপতি-সাজ্জাদুর রহমান, সহকারি সাধারণ সম্পাদক-হাসিবুল আমিন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক প্রিতম বড়ুয়া, কোষাধ্যক্ষ ইবনুল হাসান ইপু, সহকারি কোষাধ্যক্ষ সেলিমা চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মাহের নোহা আহমেদ, সহকারি সাংস্কৃতিক সম্পাদক নাসরিন শাহরিয়ার, সমাজকল্যাণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, ক্রীড়া সম্পাদক নূর মোহাম্মদ, শিক্ষা সম্পাদক মেরাজুল ইসলাম, সাহিত্য, মিডিয়া এবং প্রচার সম্পাদক মাসুদ আকবর এবং নির্বাহী সদস্য হলেন ইমতিয়াজউদ্দিন এবং আব্দুল কাদের। ভোটার ছিলেন ৬ হাজারের মত।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অনিয়মের পাশাপাশি বিশেষ একটি প্যানেলের পক্ষে মাঠে নামার অভিযোগ উঠেছে। এ অভিযোগে খোকা-রাজিব পরিষদ প্রত্যাখান করেছে নির্বাচনী ফলাফল। তবে অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সাংগঠনিক রীতি অনুযায়ী সবকিছু করা হয়েছে। এজন্য আদালতও নির্বাচনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেননি।
১৫ নভেম্বর পরাজিত সভাপতি প্রার্থী মাহবুবে খোদা খোকা বাংলাদেশ প্রতিদিনকে টেলিফোনে জানান, নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ এবং অনিয়মের পরিপ্রেক্ষিতে নতুন নির্বাচন দাবিতে আরেকটি মামলা হয়েছে। শিগগিরই এই মামলার বিচারকার্য শুরু হবে। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর মামলার ভাগ্য নিয়ে কেউই আশাবাদি নন।