বেইজিং বৈঠকের একদিন পরই শি জিনপিংকে স্বৈরশাসক বললেন বাইডেন

0

একদিন আগেই চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সে আলাপে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করা কথা ছিল। দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ হবে, শীতল বরফ গলে স্বাভাবিক হবে অর্থনৈতিক সম্পর্ক। তবে একদিন পার না হতেই ‍উল্টো সুর চড়লো বাইডেনের কণ্ঠে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এবার স্বৈরশাসক বললেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ক্যালিফোর্নিয়ার এক তহবিল সংগ্রাহক অনুষ্ঠানে বাইডেন এই মন্তব্য করেছেন।  

চীনের কথিত গোয়েন্দা বেলুন গুলি করে ভূপাতিত করায় জিনপিং বিব্রত হয়েছেন বলেই মনে করেন বাইডেন। তিনি বলেছেন, ‘জিনপিংয়ের হতাশ হওয়ার কারণ আছে, আমি তার দুই গাড়ি গোয়েন্দা উপকরণ বোঝাই বেলুন ভূপাতিত করেছি। সে জানতো না এগুলো এখানে আছে।’ 

মঙ্গলবার বাইডেন আরো বলেছেন, ‘এটা একজন স্বৈরশাসকের জন্য খুবই বিব্রতকর। তারা জানতো না সেখানে কি ঘটেছে।’

বাইডেনের এই মন্তব্য বিমূর্ত ও কাণ্ডজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তার মতে, বাইডেন কূটনৈতিক নীতিও ভঙ্গ করেছেন।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here