বৃহত্তর বরিশাল সমিতি মালয়েশিয়ার কমিটি ঘোষণা

0

মালয়েশিয়াস্থ বৃহত্তর বরিশাল সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে একটি অভিজাত হোটেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃহত্তর বরিশাল সমিতি, মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রহমান পারভেজের সভাপতিত্বে, দপ্তর সম্পাদক এম. ফরহাদ হোসেন ও প্রচার সম্পাদক বাদল কারারের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় মঞ্জু খাঁকে সভাপতি এবং শাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করেন নতুন কমিটির উপদেষ্টা এস এম রহমান পারভেজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভি স্টাফ রিপোর্টার কায়সার হামিদ হান্নান, নিউজ ২৪টিভির মালয়েশিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন, সাংবাদিক খন্দকার মোস্তাক রয়েল, চাঁদপুর সমিতির সিনিয়র সহ- সভাপতি এম কালাম, সদস্য নাসির মোল্লা, বৃহত্তর বরিশাল সমিতির উপদেষ্টা মোশাররফ হোসেন, সহ-সভাপতি আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম পারভেজ, মোহাম্মদ হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, আলাউদ্দিন, রিয়াজ হাওলাদার, ইমরান, শামীম, সুলতান মল্লিক, রিয়াজ মাহমুদ, মো. মিজান, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মো. হেদায়েত হোসেন, মো. সাকির হোসেন, মো. আলমগীর হোসেন শাহীন, মো. মাসুদ হাওলাদার, আবু হানিফ ঘরামী, এস. এম সাদ্দাম হাওলাদার, আলামিন শেখ, মেহেদী হাসান ইব্রাহীম, মাইনুল ইসলাম, জসিম হাওলাদার, শাকিল সরদার, তালেব মোল্লা, আব্দুল কাদেরসহ আরও অনেকে।

অনুষ্ঠানের বক্তারা এ সংগঠনটির নতুন নেতৃত্ব বৃহত্তর বরিশাল অঞ্চলের মালয়েশিয়া প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানের লক্ষে ও সম্ভাবনাময় যেকোন উদ্যোগের সাথে নিবিড়ভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান । 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here