বৃহত্তর কুমিল্লার কৃষিতে শুদ্ধাচার পুরস্কার পেলেন যারা

0

বৃহত্তর কুমিল্লার তিন জেলার কৃষি বিভাগে শুদ্ধাচার পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহিত কুমার দে স্বাক্ষরিত চিঠিতে এই এই তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের শুদ্ধাচার পুরস্কার সংক্রান্ত যাচাই বাছাই কমিটি কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্য থেকে তাদের মনোনীত করেছেন। পুরস্কার প্রাপ্তরা একটি সনদ, ক্রেস্ট ও মূল বেতনের সম পরিমাণ অর্থ পাবেন।

চান্দিনা উপজেলার কৃষি অফিসার মনিরুল হক রোমেল ও সদর দক্ষিণ উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার সাহিদা খাতুন বলেন, সব স্বীকৃতিই কাজের উৎসাহ বাড়ায়। এই পুরস্কার অবশ্যই আনন্দের। এজন্য কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানাই। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here